কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা।
কয় আজ দিন রজনী চলছে বল না।।

            দেহের খবর যে জন করে
            অনেক রূপ সে দেখতে পারে
            অনেক রূপ হাওয়ায় চলে রে
                        কি আজব কারখানা।।

            দেহ-তলায় ঘড়ি ঘোরে
            শব্দ হয় শব্দের ঘরে
            ও আর কলকাঠি মুকুলের দ্বারে
                        দমে আসল চেনা।।

            দমের সঙ্গে কর সম্মিলন
            অজান খবর জানবি রে মন
            বিনয় করে বলছে লালন
                        ঠিকের ঘরে ভুল না।।